দেশজুড়ে

খাবারে ক্ষতিকর রং, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

খাবারে ক্ষতিকর রং ব্যবহার। ছবি: সংগৃহীত

চাঁদপুরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন ও ক্ষতিকর রং ব্যবহার করে খাবার তৈরি করায় দুই বেকারি মালিকসহ তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১৯ মে) দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট ও গোয়াল ভাওর বাজারে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই দুটি বাজারে অভিযান চালানো হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং ক্ষতিকর রং ব্যবহার করে খাদ্যসামগ্রী তৈরি করায় চমক স্টার বেকারির মালিককে ১০ হাজার টাকা, একই অপরাধে রুচি বেকারির মালিককে ৭ হাজার টাকা এবং মিথ্যা বিজ্ঞাপন দেওয়ায় ডিজিটাল ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসব প্রতিষ্ঠান ভবিষ্যতে এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেছে। এ সময় ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়। জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা দিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এমন আরও সংবাদ

Back to top button