দেশজুড়েলিড নিউজ

নির্বাচনী ব্যানার–ফেস্টুন অপসারণে প্রশাসনের অভিযান

মধুখালীতে নির্বাচনী ব্যানার–ফেস্টুন অপসারণে প্রশাসনের অভিযান

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ৪৮ ঘণ্টা সময়সীমা শেষে মধুখালী পৌরসভার বিভিন্ন এলাকায় সকল ধরনের নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

আজ সকালে মধুখালী উপজেলা পরিষদ গেট এলাকা থেকে এ অভিযান শুরু হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার সময়সীমা গতকাল সন্ধ্যায় শেষ হয়েছে। এর মধ্যে অনেক প্রার্থী ও সমর্থক নিজ দায়িত্বে তাদের নির্বাচনী প্রচারণার ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে নিয়েছেন।

তবে যারা এখনো তা অপসারণ করেননি, তাদের সব ধরনের নির্বাচনী সামগ্রী আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে ফেলা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভা এলাকা শেষ করে পুরো উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন।

তিনি আরও বলেন, অপসারণের পর কেউ যদি নতুন করে ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড স্থাপন করে নির্বাচনী প্রচারণা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, মধুখালী পৌরসভার সচিব মোঃ রুহল আমিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

এমন আরও সংবাদ

Back to top button