দেশজুড়ে

মাধবকাটিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

এস্কস্লুসিভ নিউজ ডেস্ক: সাতক্ষীরার মাধবকাটিতে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা-যশোর মহা-সড়কের মাধবকাটি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এসময় আহত হয়েছেন আরো দুজন।

নিহত ব্যবসায়ীর নাম হায়দার সরদার (৪৫)। তিনি সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত বজলে সরদারের ছেলে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচাজ (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মুদি ব্যবসায়ী হায়দার সরদার বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধবকাটি বাজার পার হয়ে কিছু দূর পৌঁছালে সাতক্ষীরা শহরের দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যবসায়ী হায়দার সরদারসহ তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় হায়দার সরদারকে সাতক্ষীরা শহরের একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, আহত অপর দুই জনের মধ্যে একজন খুলনায় ও অপর জন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে, তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

এমন আরও সংবাদ

Back to top button