এক্সক্লুসিভ নিউজ ২৪.কম: করোনা উপসর্গ নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এএসআই হাবিবুর রহমান (৫৩) মারা গেছেন।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার ডায়াবেটিস ও হেপাটাইটিস-বি রোগ ছিল।
গেল ১৬ই জুন অসুস্থ হয়ে বরিশাল মেডিক্যালে ভর্তি হন হাবিবুর রহমান। কিন্তু অবস্থার অবনতি হলে ওই দিন রাতে তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
বুধবার (২৪ জুন) সকাল ৯টার দিকে তাকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।