ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি সামীম আফজালের ইন্তেকাল
এক্সক্লুসিভ নিউজ ২৪.কম: ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে তিনি সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। এ জন্য বিদেশে চিকিৎসাও নিয়েছেন।
সাবেক জেলা ও দায়রা জজ সামীম মোহাম্মদ আফজালকে ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তার মেয়াদ বাড়ানো হয়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ হয়।
২০১৭ সালের মে মাসে তিনি ইসলামী ব্যাংকের পরিচালক পদে নিয়োগ পান।
শুক্রবার বাদ ফজর জহুরী মহল্লা মসজিদে, সকাল ৯:০০টায় নারিন্দা শাহসাহেব বাড়ি মসজিদ প্রাঙ্গনে এবং বাদ জুম্মা গ্রামের বাড়িতে তার জানাযা হবে।