নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ২৩ সেনা নিহত
আন্তর্জাতিক: তথাকথিত ‘দস্যু’ বাহিনী খ্যাত সন্ত্রাসীদের আচমকা হামলা নাইজেরিয়ার অন্তত ২৩ সেনার প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।
রবিবার (১৯ জুলাই) দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রে জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের একটি দূরবর্তী গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
কাতসিনা প্রদেশের জিবিয়া জেলার একটি জঙ্গলাকীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে হাঁটার সময় সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। সামরিক এক সূত্র বলেছেন, এরই মধ্যে ২৩ সেনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো বাহিনীর আরও কিছু সদস্য নিখোঁজ রয়েছেন।
স্থানীয়ভাবে ‘দস্যু’ নামে পরিচিত এই সশস্ত্র দুর্বৃত্তরা নিরীহ লোকজনের গবাদি পশু ছিনিয়ে নেওয়া ও অপহরণের মতো অপকর্ম করত। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা এখন তারা অঞ্চলের কিছু বিদ্রোহী গ্রুপের সঙ্গে নিজেদের যুক্ত করেছে।
উল্লেখ্য, কয়েকজন সেনা নিখোঁজ থাকায় সামনে মৃত্যুর সংখ্যা ২৩ জনের চেয়ে বেশি হতে পারে ধারণা সামরিক সদস্যদের।