সম্পাদকীয়
শায়েস্তাগঞ্জের ইউএনও করোনামুক্ত
এক্সক্লুসিভ নিউজ, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার করোনামুক্ত হয়েছেন।
যোগাযোগ করা হলে রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় ইউএনও সুমী আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আলহামদুলিল্লাহ সকলের দোয়া ও আশীর্বাদে আমার করোনা ফলোআপ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। আমি করোনামুক্ত। ডাক্তারের পরামর্শ গ্রহণ করে দ্রুত অফিসে যাব।’
এর আগে বুধবার (৮ জুলাই) রাতে ইউএনও সুমী আক্তার করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল। ইউএনও সুমী আক্তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর থেকে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত ১১১৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ ৫৪০ জন ও মারা গেছেন ১০ জন।