মিমের পিছু নেয় বার্বি, জোজো ও ক্যান্ডি
বিনোদন : বাইরে থেকে বাসায় ঢোকার সঙ্গে সঙ্গেই বিদ্যা সিনহা মিমের পিছু নেয় বার্বি, জোজো ও ক্যান্ডি। এগুলো তাঁর পোষ্য কুকুর ও বিড়াল। সময় পেলেই তাদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন এই অভিনেত্রী। এসব মুহূর্ত আবার নিজেই ক্যামেরাবন্দী করে রাখেন তিনি। মজার সব ছবি। এগুলো দর্শকের সঙ্গে ভাগাভাগি করতে ইনস্টাগ্রামে এবার নতুন একটি আইডি খুলেছেন মিম।
মিম বলেন, ‘আমার দুইটা বিড়াল ও একটি কুকুর আছে। শুটিং না থাকলে আমার এদের সঙ্গেই সময় কাটে। তাদের সঙ্গে অনেক মজার মুহূর্তের ছবি ওঠানো রয়েছে। তারা বললেই ক্যামেরার দিকে তাকায়। আমি নিজেই তাদের ছবি তুলি। আমর সঙ্গের ছবিগুলো মা এবং আমার সহকারী তুলে দেন। এই ছবিগুলো অনেক মজার। আমার বোন অস্ট্রেলিয়ায় থাকে। তাকে ছবিগুলো পাঠাই। সে ছবি দেখে বলল একটি ইনস্টাগ্রাম আইডি খুলে ছবিগুলো পোস্ট করতে। যাঁরা পশু পছন্দ করেন, তাঁরা ছবিগুলো দেখে মজা পাবেন। সে জন্য আইডি খুলে কুকুর–বিড়ালের কাণ্ডকারখানার ছবি শেয়ার করছি।’
মিম এখন ‘অন্তর্জাল’ সিনেমা নিয়ে ব্যস্ত। সিনেমার তাঁর অংশের ৬০ ভাগ শুটিং শেষ হয়েছে। শিগগির বাকি অংশের শুটিংও শেষ হবে। সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী। মিম বলেন, ‘যতটুকু শুটিং করেছি, ভিন্ন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। দর্শক নতুন এক মিমকে পর্দায় দেখবেন।’
এর মধ্যে আবার ১০ কেজির মতো ওজন কমিয়েছেন। শুটিং থাকলেও এক ঘণ্টা সময় শরীরচর্চা করেন। নতুন সিনেমার খবর কী? মিম বলেন, ‘একটি সিনেমার কথা পাকা হয়ে আছে। এখনো চুক্তি হয়নি। শিগগির সুখবর জানাব।’ মিম অভিনীত ‘পরান’, ‘দামাল’, ‘ইত্তেফাক’সহ একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।