এক্সক্লুসিভ নিউজজাতীয়লিড নিউজ

সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা

সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কাঢাকা : আজ সারাদিন ঢাকাসহ সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে দেশের অধিকাংশ স্থানে মেঘলা আকাশসহ রোদের দেখা পাওয়া যেতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন সোমবার এ তথ্য জানান। তিনি বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে বড় ধরনের বৃষ্টির খুব বেশি সম্ভাবনা নেই।

তিনি জানান, ঢাকায় দুপুরের আগ পর্যন্ত মেঘলা আকাশের সঙ্গে রোদ থাকার সম্ভাবনা বেশি। দুপুরের পর কোথাও কোথাও নামতে পারে বৃষ্টি।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কোথাও কোথাও কমলেও সেটা সামান্য। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আগামী দুইদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। তবে ৫ দিনের মধ্যে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১১৩ মিলিমিটার। আর ঢাকায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ১৮ মিলিমিটার।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এমন আরও সংবাদ

Back to top button