অপরাধএক্সক্লুসিভ নিউজজাতীয়লিড নিউজ
দুদকের তলব সিআইডির সাবেক ডিআইজি নজরুল ইসলামকে
ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিআইডির সাবেক ডিআইজি নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুদক সূত্রে এই তথ্য জানা গেছে। একইসঙ্গে কমিশন নজরুল ইসলামের দুর্নীতি অনুসন্ধানে একজন অনুসন্ধান কর্মকর্তাও নিয়োগ দিয়েছেন।
কমিশনের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নজরুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সেই জন্য তাকে আগামী ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। আর নির্ধারিত তারিখ ও সময়ে হাজির হতে ব্যর্থ হলে নজরুল ইসলামের কোনো বক্তব্য নেই বলে গণ্য হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।