দিনভর বৃষ্টির সম্ভাবনা, বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস
ঢাকা: উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সে কারণে আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সারাদেশে দিনভর মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই দেশের উপকূলয়ীয় নদ-নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা অনুযায়ী মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস জানান, বর্তমানে বাংলাদেশে মৌসুমী বায়ুর প্রভাব কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। কিন্তু রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।