বাল্যবিবাহ করতে এসে দণ্ডিত বর
প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাল্যবিবাহ করতে আসা এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন আদালত পরিচালনা করে এই দণ্ড দেন।
এদিকে আজ রোববার সকালে ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. মোশারফ হোসেন (৩০)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধরাভুন্নি গ্রামের আবদুল হালিমের ছেলে।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে এলাকাবাসীর মাধ্যমে পুলিশ জানতে পারে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের আয়নাতলী গ্রামে ১৩ বছর বয়সী এক শিশুর বিয়ে হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয়। এ সময় বরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
রাত ১০টার দিকে ইউএনও হেলেনা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মোশারফ হোসেন ভুল স্বীকার করায় তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই কিশোরী সম্পর্কে মোশারফের চাচাতো বোন। এদিকে মোশারফ এর আগেও একটি বিয়ে করেছেন। তাঁর ঘরে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ বাল্যবিবাহ বন্ধ করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁর সাজা ঘোষণার পর আজ সকালে মোশারফকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।