এক্সক্লুসিভ নিউজজাতীয়লিড নিউজ

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাডেস্ক রিপোর্ট : জাতিসংঘের ৭৬ তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে যান।

এর আগে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে শুক্রবার ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

শুক্রবার বিকেলে (স্থানীয় সময়) ফিনল্যান্ডের হেলসিঙ্কি ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে যাত্রাবিরতি শেষে রোববার বিকেলে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং সেখানে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সরকারি সফরের অংশ হিসেবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন।

এমন আরও সংবাদ

Back to top button