অপরাধএক্সক্লুসিভ নিউজলিড নিউজ
এসি না দেওয়ায় রাসেল-শামীমার বিরুদ্ধে মামলা
ইভ্যালির ই-কমার্স প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : এসি না দেওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মো. মুজাহিদুর রহমান নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন। পরে আদালত মামলা গ্রহণ করে ধানমন্ডি থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
এর আগে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় গ্রেফতার আছেন ইভ্যালির রাসেল ও শামীমা।