শীঘ্রই শুটিংয়ে ফিরছেন নুসরাত
বিনোদন ডেস্ক : অক্টোবরে কাজে ফিরছেন টলিউডের এই সময়ের আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। পরিচালক সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর আগামী ছবি ‘জয় কালী কলকাত্তেওয়ালি’তে ‘রাকা’ চরিত্রে দেখা যাবে তাকে।
নুসরতের বিপরীতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। সোহম-নুসরাত এর আগে রবি কিনাগি পরিচালিত ‘জামাই ৪২০’ ছবিতে পর্দা ভাগ করে নিলেও সম্ভবত প্রথম জুটি বাঁধছেন সুদেষ্ণা-অভিজিতের ছবিতে।
প্রথম দিনের শুটিং হবে রাজারহাটে।
সুদেষ্ণা আনন্দবাজারকে বলেন, ‘নুসরাতের কাছে একটু ভয়ে ভয়েই গিয়েছিলাম। ছেলেকে রেখে এখন কাজ করতে পারবে কিনা বা শারীরিকভাবে কতটা তরতাজা, এই নিয়ে দ্বিধা ছিলই। কিন্তু সামনাসামনি দেখে অবাক হয়েছি। মাত্র এক মাসে প্রায় আগের মতোই ছিপছিপে তিনি।’
নুসরাত একসঙ্গে ছেলে, নিজের পেশা, সংসার সব সামলাচ্ছেন বলে জানালেন এই পরিচালক।
আলোচনা-সমালোচনাকে পাশ কাটিয়ে গত মাসেই ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী-সাংসদ নুসরাত। ছেলের পিতৃপরিচয় নিয়ে কোনোদিন মুখ না খুললেও জন্মসনদে অভিনেতা যশ দাশগুপ্তের নাম লেখা উল্লেখ করা হয়। তবে নুসরাত অন্তঃসত্ত্বা হ্ওয়ার পর থেকেই তার পাশে থেকে সব দায়িত্ব পালন করছেন এই অভিনেতা।