মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছে দক্ষিণ সিটি
স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে এবং করপোরেশনের ক্রীড়া সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসরত এবং করপোরেশনের আওতাভুক্ত এলাকা থেকে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা ও প্রায়াত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার নগরীর মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টা থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সংসদীয় আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা, মনিরুল ইসলাম মনু, কাজী ফিরোজ রশীদ, হাজি সেলিম, রাশেদ খান মেনন, সাবের হোসেন চৌধুরী, শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম ও দিনাত জাহান মুন্নী সঙ্গীত পরিবেশন করবেন এবং নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ নৃত্য প্রদর্শন করবেন বলে অনুষ্ঠান সূত্রে জানা গেছে। এছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সমন্বয়ে সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সংবর্ধনা অনুষ্ঠান প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটির ১০নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মারুফ আহমেদ মনসুর বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের গভীর আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা ও এই বাংলাদেশ পেয়েছি। তাই, বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা ও সম্মাননা প্রদানের আয়োজন করেছেন দক্ষিণ সিটির সুযোগ্য মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর মাধ্যমে মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ৩০ লাখ বীর শহীদ ও দুই লাখ মা-বোনের সর্বোচ্চ আত্মত্যাগকে সম্মান জানানো। এর মাধ্যমে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে উৎসাহ ও অনুপ্রেরণা পাবে।