অর্থনীতি

২৯৯৯ টাকায় ডায়মন্ড নোজপিন ডায়মন্ড ওয়াল্ডে চলছে ঈদ সাইক্লোন অফার

মো. ইব্রাহীম হোসেন:  ঈদ কেনাকাটার শেষ মুহূর্তে ডায়মন্ড ওয়ার্ল্ড এ চলছে ঈদ সাইক্লোন অফার। ঈদ সাইক্লোন অফারে পাচ্ছেন এবার ২৯৯৯/- টাকায় ডায়মন্ড নোজপিন। অফার এ থাকছে ২৯৯৯ টাকা থেকে হীরার গহনা। অফারটি শুধুমাত্র অনলাইনের জন্য। অফারটি চলবে ৩০ এপ্রিল/২০২২ রাত ১১:৫৯ পর্যন্ত। অর্ডার লিংকঃ https://www.diamondworldltd.com/EID-CYCLONE , Hotline: 01610199270, 01713199270 । এছাড়াও ডায়মন্ড ওয়ার্ল্ড দিচ্ছে ২৫% ডিসকাউন্ট ।অনলাইন অর্ডারে রয়েছে সকল ডায়মন্ড জুয়েলারীতে ২৭% ছাড় । প্রতিটি কেনাকাটায় স্ক্রাচ কার্ড এর মাধ্যমে সকল জুয়েলারীতে নিশ্চিত ইন্সট্যান্ট ক্যাশ ব্যাক দিচ্ছেন প্রতিষ্ঠানটি। চাঁদরাত পর্যন্ত ক্রেতারা এই অফারগুলো লুফে নিতে পারবেন। আরো থাকছে নিশ্চিত আকর্ষনীয় উপহার এবং র্যা ফেল ড্র এর মাধ্যমে ১০ লক্ষ টাকা জেতার সুযোগ।

এমন আরও সংবাদ

Back to top button