গাজীপুর মহানগরীর পূবাইল মাজুখান এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. আব্দুল্লাহ আল জাবের হিমেল (১৭) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
অপর আরোহী সাব্বির হোসেন (১৭) গুরুতর আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত হিমেল মাজুখান পশ্চিমপাড়া এলাকার জাবেদ আলীর ছেলে ও উত্তরা মাইলস্টোন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত সাব্বির একই এলাকার আরমান হোসেনের ছেলে। রোববার রাত ৮টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় ক্যাথারসিস হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।
ঢাকা যাওয়ার পথে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার আল জাবের হিমেলকে মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, রাতে মাজুখান এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পাই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মোটরসাইকেলচালককে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।