রিয়াদে বাংলাদেশি শ্রমিকদের আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন
এক্সক্লুসিভ ডেস্ক: সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি শ্রমিকরা ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালন করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে রিয়াদে আল ইয়ামামা কোম্পানির শ্রমিক ক্যাম্পে দিনটি উপলক্ষে আলোচনা সভা ও খেলাধুলার এ আয়োজন করে বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখা। দূতাবাসের দ্বিতীয় সচিব মো. ফখরুল ইসলাম জানান, অনুষ্ঠানে আলইয়ামামা কোম্পানিতে কর্মরত কয়েক’শ বাংলাদেশি শ্রমিক অংশ নেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, “সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। এছাড়া সৌদি আরবে অভিবাসন-ব্যয় কমানোর লক্ষ্যে কাজ করছে সরকার।”
সৌদি আরবের শহরগুলোতে দ্রুত প্রবাসী সেবাকেন্দ্র স্থাপন করা হবে বলে জানান রাষ্ট্রদূত।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দূতাবাসের শ্রম উইং এর প্রথম সচিব আসাদুজ্জামান। বক্তব্য দেন আল ইয়ামামা কোম্পানির প্রজেক্ট ম্যানেজার মো. নাসের ও ফাহিম।
এছাড়া উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মো. সফিকুল ইসলাম ও দ্বিতীয় সচিব মো. ফখরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বাংলাদেশি শ্রমিকদের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।