বিনোদন

ইতালিতে হবে রণভীর-দীপিকার বিয়ে

dipika padukanবিনোদন ডেস্ক : বলিউড তারকারা আজকাল ছবির শুটিং, অবকাশ যাপন, অ্যাওয়ার্ড শো সব কিছুই করছেন বিদেশের মাটিতে। তাই বিয়েটাও বা বাদ যাবে কেন? এবার বিরাট আনুশকার পথ ধরে ইতালিতে বিয়ের পরিকল্পনা করছেন বলিউডের আরেক তারকা জুটি রণভীর সিং ও দীপিকা পাডুকোন।

ফিল্মফেয়ারের প্রতিবেদন অনুযায়ী নর্দান ইতালির লেক কমো-তে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই জুটি। আল্পসের পর্বতের নিকট এই লেকটির কাছে ইতোমধ্যেই নাকি দুটি ফ্লোর ভাড়া করেছেন রণভীর সিং। প্রতিবেদনটিতে আরো জানানো হয়েছে, চলতি বছরের নভেম্বরের ১০ তারিখই হতে পারে রণভীর-দীপিকার বিয়ে।

বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আয়োজক ও ডিজাইনারদের সাথেও নাকি বেশ আলাপ চালাচ্ছেন এই তারকা জুটি। বেশ মহা ধুমধামের প্রস্তুতি চলেছে এই দুই তারকার বিয়েকে কেন্দ্র করে।

সংবাদ উৎস
জাগো নিউজ ২৪

এমন আরও সংবাদ

Back to top button