আন্তর্জাতিকলিড নিউজ

তুরস্কে ধ্বংসস্তূপ থেকে ১২০ ঘণ্টা পর ৩ ভাইকে উদ্ধার

অনলাইন ডেস্ক: তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় পাঁচ দিন পর তিন ভাইকে উদ্ধার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটির বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি শুক্রবার জানিয়েছে, ভূমিকম্পের ১২০ ঘণ্টা পর একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসাবশেষ থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়েছে।

টিআরটি-এর মতে, উদ্ধারকারী একটি দল হাতায়ে প্রদেশের প্রধান শহর আন্তাকিয়ায় ৯ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালাচ্ছিল। সেখানকার একটি দ্বিতীয় তলায় খনন করে তারা। দলটি ১১৭ নম্বরে প্রথম ভাইকে এবং ১১৯ নম্বরে দ্বিতীয় ভাইকে উদ্ধার করে।

টিআরটি নেটওয়ার্ক তৃতীয় ভাইকে উদ্ধার করার ফুটেজ দেখিয়েছে। তাকে একটি থার্মাল কভারে করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭২৬ জন ছাড়িয়েছে।  সিএনএন দুই দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য জানিয়েছে।

এর মধ্যে তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২১৩ জনে। দেশটিতে আহত হয়েছে ৮০ হাজার ৫২ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোসা এ তথ্য জানান। তুরস্কে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।

এদিকে সিরিয়ায় মৃত্যুর সংখ্যা কমপক্ষে তিন হাজার ৫০০ জন। সিরিয়াজুড়ে আহতের সংখ্যা পাঁচ হাজার ২৪৫ জন বলে জানা গেছে।

গত সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর কমপক্ষে শতাধিকবার আফটার শক অনুভূত হয়, যার একটি ছিল ৭ দশমিক ৫ মাত্রার।

এমন আরও সংবাদ

Back to top button