দেশজুড়ে

বাউফলে হাত-পা বেঁধে কিশোর নির্যাতন, বিষপানে আত্মহত্যার চেষ্টা

বাউফলে হাত-পা বেঁধে কিশোর নির্যাতন, বিষপানে আত্মহত্যার চেষ্টা

পটুয়াখালী বাউফলে সুপারি চুরির অপরাধে রোমান হোসেন (১৩) নামের ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দিলে অপমানে ওই কিশোর বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার সময় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোর রোমান মান্দারবন গ্রামের আবদুল গনি ডাক্তারের ছেলে ও কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে প্রতিবেশী ছালাম হাওলাদার ও তার পাশের বাড়ির গাছ থেকে সুপারি পেড়ে বাড়ি ফিরছিল রোমান। সুপারি পাড়ার বিষয়টি স্থানীয় যুবক আমীর, সজিব ও বাবুল দেখে ফেলেন। পরে তারা রোমানকে ধরে হাত-পায়ে শিকল লাগিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন এবং ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন।

কিশোর রোমানের বড় ভাই সুমন বলেন, ‘আমার ভাইকে চুরির অপবাদ দিয়ে মারধর করে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।

এ ঘটনার পরে লজ্জায় রোমান ঘরে রাখা কৃষি জমির কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।’ 

এ বিষয়ে অভিযুক্ত যুবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান বলেন, বিষপান অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কিশোর রোমানকে ওয়াশ করা হয়েছে। এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, এ বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমন আরও সংবাদ

Back to top button