বিনোদন
নিজের অভিনয়ে সন্তুষ্ট নন ফারিণ!
বর্তমান সময়ের নাট্যজগতে ফারিণ খান এক পরিচিত নাম। তার অভিনয়শৈলী ও চরিত্র ধারণক্ষমতার কারণে তিনি দর্শকদের মন জয় করেছেন। ছোট পর্দা ও বড় পর্দা মিলিয়ে ফারিণের যাত্রা শুরু হলেও, তার প্রতি আগ্রহ ও নিবেদন তাকে অন্যরকম করে তুলে ধরেছে। তবে নিজস্ব স্বীকৃতি ও কেরিয়ারের অর্জনের পরেও ফারিণ খান মনে করেন, তার অভিনয় এখনো পূর্ণাঙ্গ হয়নি এবং নিজেকে আরো এগিয়ে নিতে হবে।
চেষ্টা করছি ভালো কিছু করার। অবশ্যই দর্শকের ভালোবাসা পাওয়ার জন্যই কাজ করি। আরো ভালো ভালো গল্পের নাটকে এবং সিনেমায় অভিনয় করতে চাই।’
‘ধ্যাৎতিরিকি’ নামে একটি সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু হয় ফারিণের।
এরপর কাজল আরেফিন অমি পরিচালিত ‘ফিমেল থ্রি’ নাটক দিয়ে ছোট পর্দায় যাত্রা শুরু করেন। ‘প্রিয় ঠিকানা’, ‘মনের মাঝে তুমি’, ‘লাভ বাজ’, ‘প্রথম প্রেমের গল্প’, ‘সুইচ’, ‘আজান’ নামে নাটকগুলোতে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মাঝে মুগ্ধতার রেশ ছড়িয়েছেন।
নতুন কোনো সিনেমায় এখন কাজ না করলেও, ফারিন অভিনীত তিনটি সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। এগুলো হলো ‘আয়না’, ‘প্ল্যানার’, ‘ফেসবুক’।