
ধানের শীষে ভোট দিয়ে বিএনপির ওপর আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার এক নির্বাচনী সমাবেশে তিনি চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, আমরা চাই পাহাড়ের মানুষ হোক বা সমতলের মানুষ, ইসলাম ধর্মের মানুষ হোক বা অন্য কোনো ধর্মের মানুষ—সবাইকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে। সেই বাংলাদেশ গড়তে আজ এখানে উপস্থিত লাখো মানুষের মাধ্যমে দেশের লক্ষ-কোটি মানুষের কাছে আহ্বান জানাই, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, মানুষের বাকস্বাধীনতায় বিশ্বাস করেন, তারা যেন ধানের শীষ তথা বিএনপির ওপর আস্থা রাখেন।
তিনি বলেন, ইনশাল্লাহ ধানের শীষ ও বিএনপি নির্বাচিত হলে খেটে খাওয়া মানুষসহ সবাইকে সঙ্গে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে। তিনি তার পরিচিত স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে বলেন, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয়, তবে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, গত ১৫ বছর যেমন জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, তেমনি আরেকটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি, যাতে কেউ আবার জনগণের ভোটাধিকার, মত প্রকাশের অধিকার ও বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে না পারে।
ভোটের দিন প্রসঙ্গে তিনি বলেন, শুধু ফজরের নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট দিতে প্রস্তুত হতে হবে। এরপর ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে।
আইনশৃঙ্খলা ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তারেক রহমান বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি যেই করুক, কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পরিবর্তনের সময় এসেছে। এই পরিবর্তনকে অর্থবহ করতে হলে এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তব্যের শুরুতে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ডসহ বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে দলীয় প্রার্থীদের জন্য ভোট চান।
সমাবেশে চট্টগ্রাম মহানগর সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের সভাপতিত্বে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলার একাধিক সংসদীয় আসনের প্রার্থীরা এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ।



