জাতীয়লিড নিউজ

এনএসডিতে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

দ্যা নিউ স্কুল ঢাকাতে জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি  অনুষ্ঠিত

দ্য নিউ স্কুল ঢাকা (NSD)-তে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচিটির মূল উদ্দেশ্য ছিল নারীদের মধ্যে বহুল প্রচলিত এই দুই ধরনের ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধ ও প্রাথমিক শনাক্ত করণের গুরুত্ব তুলে ধরা।

সকাল ১০:০০টা থেকে ১০:৩০টা পর্যন্ত বনানিতে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ক্যান্সার প্রতিরোধ, এইচপিভি টিকাদান ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

দ্যা নিউ স্কুল ঢাকাতে জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি  অনুষ্ঠিতর‍্যালির পর সকাল ১০:৩০টা থেকে ১১:৩০টা পর্যন্ত বিদ্যালয়ের অডিটোরিয়ামে (৪র্থতলা) একটি ইন্টার‌্যাকটিভ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. হাসিনা আখতার, FCPS, MRCOG (UK), EBCOG (EU), সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে তিনি সহজ ও স্পষ্ট ভাষায় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার সম্পর্কে আলোচনা করেন।

তিনি জানান, এইচপিভি টিকাদান ও নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার অনেকাংশেই প্রতিরোধ যোগ্য। দেরিতে শনাক্ত হওয়ার কারণে বাংলাদেশে প্রতিদিন বহু নারী এরোগে মৃত্যুবরণ করছেন বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। স্তন ক্যান্সার প্রসঙ্গে তিনি ২০ বছর বয়স থেকে নিয়মিত স্ব-পরীক্ষা এবং ৪০ বছরের পর বছরে অন্তত একবার স্ক্রিনিং করার পরামর্শ দেন।

আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা টিকাদান, পরীক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিষয়ে নানা প্রশ্ন করেন। কর্মসূচির শেষে পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান অতিথি ও সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এমন আরও সংবাদ

Back to top button