Feature

৬০ বছরের বুড়োর কাছে ১৫ বছরের মেয়েকে বিয়ে!

১৫ বছরের মেয়েকে বিয়ে!ভারতের কর্ণাটকে ৬০ বছর বয়সী নাইজেরিয়ান ব্যবসায়ীর কাছে নিজেদের ১৫ বছর বয়সী মেয়েকে বিয়ে দিয়েছেন বাবা-মা। কয়েক মাস আগে ঘরোয়া পরিবেশে বিয়ের পর কনেকে নিজ দেশে নিয়ে গেছেন নাইজেরিয়ান বর। সম্প্রতি ঘটনাটি প্রকাশিত হয়। ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। জানা গেছে, নাইজেরিয়ান ওই ব্যবসায়ীর নাম আলহাজি আবাদান। ব্যবসাসূত্রে ভারতের কর্ণাটকে আসা-যাওয়া ছিল তার। এভাবে কর্ণাটকের গুলবার্গার জামির আহমেদ সৌতের পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আবাদানের।
একপর্যায়ে মাহমুদ আলীর ছোট কন্যা কানিস ফাতিমাকে বিয়ের প্রস্তাব দেন আবাদান। সম্পদশালী ব্যবসায়ীর কাছ থেকে প্রস্তাব পেয়ে রাজি হয়ে যান জামির আহমেদ।
এ বিয়ে নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে কর্ণাটকের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। নাতাশা চৌহান নামে এক নারী লিখেছেন, ‘এটি অনৈতিক কাজ। এ ঘটনাকে কোনোভাবেই বিবাহ বলা যায় না। আদতে মেয়েটিকে বিক্রি করে দেওয়া হয়েছে।’

Related Articles

Back to top button