আর ইচ্ছেমতো প্রশ্ন নয় বিংকে
ওপেনএআইয়ের কারণে বদলে যাওয়া মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ে কিছু সীমাবদ্ধতা আসতে যাচ্ছে।
কোম্পানিটি শুক্রবার জানিয়েছে, ‘এটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চালিত নতুন বিং সার্চ ইঞ্জিনে চ্যাট সেশনগুলোয় প্রতি সেশনে পাঁচটি প্রশ্ন এবং প্রতিদিন ৫০টি প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ করা হবে।’
মাইক্রোসফটের এ সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো যখন কিছু মিডিয়া আউটলেট প্রতিবেদন প্রকাশ করে বলেছে, মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের উত্তরগুলোব বিপজ্জনক ও প্রযুক্তিটির প্রাইম টাইমের জন্য প্রস্তুত না-ও হতে পারে।
মূলত ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রযুক্তি বিংয়ে সংযুক্তির মাধ্যমে গুগলের একচেটিয়া সার্চ ইঞ্জিনের ব্যবসায় ভাগ বসাতে চাইছে। তবে গুগলও ‘বার্ড’ নামের নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এসেছে। এখন সামনের দিনগুলোই বলে দেবে, কোন প্রতিষ্ঠান এ কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে জিততে যাচ্ছে।
সূত্র : দ্য ভার্জ