খেলাধুলালিড নিউজ

বাংলাদেশ থামল ১২৪ রানে

বাংলাদেশ থামল ১২৪ রানেচট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১০ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে ১২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। যেখানে হাঁফ সেঞ্চুরি পেয়েছেন অপরাজিত শামীম হোসেন। টাইগাররা আয়ার‌্যলান্ডকে টার্গেট দিয়েছে ১২৫ রানের।

আগেই টানা দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। শুক্রবার শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে দিশেহারা বাংলাদেশ।

দুই ওপেনার লিটন ও রনি সুবিধা করতে পারেননি। লিটনের পর পরই আউট হয়েছেন রনি। এরপর  একে একে বিদায় নেন শান্ত সাকিব, হৃদয় ও রিশাদ।

আট উইকেট খুইয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫.৫ ওভারে বলে ১০০ রান। আউট হওয়া ছয় উইকেটের কেউই ১৫ রানের বেশি তুলতে পারেননি। আর তাসকিন ক্যাচ আউট হয়েছেন শূন্য রানে।  তরুণ লেগ স্পিনার অভিষিক্ত রিশাদ হোসেনও আলো ছড়াতে পারেননি। আউট হন ৮ রানে। টি- টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশের তৃতীয় লেগ স্পিনার হিসেবে জাতীয় দলে খেলছেন তিনি। মেহেদি মিরাজকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে তাকে।
আইরিশদের হয়ে ২৫ রানে মার্ক আডায়ার নেন তিনটি উইকেট। দুইটি উইকেট নেন ম্যাট হ্যাম্প্রেইস।

 

এমন আরও সংবাদ

Back to top button