রাশিয়ার হাতে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব ধ্বংসাত্মক: জেলেনস্কি
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব রাশিয়ার হাতে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। একে ‘অযৌক্তিক ও ধ্বংসাত্মক’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়া শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করে। খবর আলজাজিরা ও সিএনএনের।
তিনি বলেন, ‘এটি এমন এক পদক্ষেপ যা কল্পনা করাও কঠিন এবং এই ধরনের প্রতিষ্ঠান যে সম্পূর্ণ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে, এই ঘটনা সেটিই প্রমাণ করে।’
এদিকে দেশের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি। টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘আমরা আমাদের জাতির স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাব।’
অন্যদিকে ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম হুতসাইত জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ২৬২ ইউক্রেনীয় ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। ৩৬৩টি ক্রীড়া কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।