দেশজুড়েলিড নিউজ

কুমিল্লায় কলেজশিক্ষক হত্যায় ৬ জনের ফাঁসি আদেশ

কালবেলা | বাংলা নিউজ পেপারএক্সক্লুসিভ নিউজ,কুমিল্লা: কুমিল্লায় নগরীর বারপাড়া এলাকায় কলেজশিক্ষক সাইফুল আজম সুজন হত্যার ঘটনায় ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি জাকির হোসেন।

সরকারি কৌঁসুলি জাকির হোসেন জানান, মোট ৯ জন আসামির মধ্যে দুজনকে খালাস দেওয়া হয়। একজন বিচারাধীন অবস্থায় মারা যান।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ আগস্ট বিকেল ৪টায় পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কলেজশিক্ষক সাইফুল আজম সুজনকে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

এমন আরও সংবাদ

Back to top button