জীবনযাত্রাঢাকালিড নিউজ

পুরোনো রূপে ফিরল রাজধানী

ঈদুল ফিতরের ছুটি শেষে ফের চিরচেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা। সড়কগুলোতে মানুষের চলাফেরা বেড়েছে। এর ফলে ফের শুরু হয়েছে যানজটের ভোগান্তি।

মঙ্গলবার (২ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা যায়। বিশেষ করে আগারগাঁও, মানিক মিয়া এভিনিউ, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও তেজগাঁও ফ্লাইওভার এলাকায় প্রচণ্ড যানজট ছিল।

এদিন সকাল ৯টা থেকেই যানজট সৃষ্টি হয়ে। ফলে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা শত শত যানবাহন আটকে থাকে। এ কারণে অফিসগামী যাত্রী ও এসএসসি পরীক্ষার্থীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে। শেষ পর্যন্ত উপায় না পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

ডিএমপির ট্রাফিক বিভাগের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) স্নেহাশীষ কুমার দাস বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় রাজধানীতে কর্মব্যস্ত মানুষের আগমন বাড়ছে। তাছাড়া এসএসসি পরীক্ষাও চলছে। তাই সকাল থেকে রাস্তায় কিছুটা চাপ ছিল। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।

এমন আরও সংবাদ

Back to top button