আন্তর্জাতিকলিড নিউজ

গাজায় রাতে ইসরায়েলি হামলা, নিহত কমপক্ষে ১২

গাজায় ইসরায়েলি হামলা। ছবি: এএফপিগাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলি বাহিনী বলছে, ফিলিস্তিনের ইসলামিক জিহাদ মুভমেন্টকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তারা সাম্প্রতিক সময়ে ইসরায়েলে রকেট হামলার ঘটনার জন্য দায়ী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলায় অসংখ্য মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টার দিকে গাজার বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়।

ইসলামিক জিহাদ মুভমেন্ট জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাঁদের তিনজন নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন জিহাদ আল-ঘান্নাম, খালিল আল-বাহতিনি ও তারিক ইজ আদ-দ্বীন।

প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালানো হয়েছে।

এর আগে গত ২ মে ফিলিস্তিনের এক নাগরিক ইসরায়েলের কারাগারে ৮৬ দিন অনশনে থাকার পর মারা যান। তিনি ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের সিনিয়র নেতা ছিলেন। তাঁর নাম খাদের আদনান। আদনানের মৃত্যুর কয়েক ঘণ্টা পর গাজা থেকে ইসরায়েল অভিমুখে তিনটি রকেট ছোড়া হয়।

এমন আরও সংবাদ

Back to top button