জাতীয়লিড নিউজ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

শেখ হাসিনানিজস্ব প্রতিবেদক: আজ ১৭ মে। ১৯৮১ সালের এই দিনে নির্বাসন শেষে দেশে ফেরেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে, আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে সেদিন তাঁকে স্বাগত জানাতে ছুটে যান আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবার নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তখন বেলজিয়ামের ব্রাসেলসে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ওই বছরের ২৪ আগস্ট ভারতে আসেন শেখ হাসিনা। সেখানে ছয় বছর রাজনৈতিক আশ্রয়ে ছিলেন তিনি। ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিলে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে দলের সভাপতি নির্বাচিত করা হয়। এরপর তৎকালীন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা।

এমন আরও সংবাদ

Back to top button