নিজস্ব প্রতিবেদক: আজ ১৭ মে। ১৯৮১ সালের এই দিনে নির্বাসন শেষে দেশে ফেরেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে, আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে সেদিন তাঁকে স্বাগত জানাতে ছুটে যান আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবার নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তখন বেলজিয়ামের ব্রাসেলসে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ওই বছরের ২৪ আগস্ট ভারতে আসেন শেখ হাসিনা। সেখানে ছয় বছর রাজনৈতিক আশ্রয়ে ছিলেন তিনি। ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিলে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে দলের সভাপতি নির্বাচিত করা হয়। এরপর তৎকালীন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা।