মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় মো. রিয়াদ হোসেন নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
রোববার (১২ মে) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের নাটোর শহরতলীর কান্দিভিটুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক মো. রিয়াদ হোসেন (২৪) শহরের রামাইগাছি এলাকার মো. শরিফ হোসেনের ছেলে। তিনি নাটোর দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল আরোহী রিয়াদ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলে রিয়াদ নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহটি উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মোটরসাইকেলটির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।