দখিনের কবিয়াল কর্তৃক দিনব্যাপী নাইওর উৎসব-২০২৪ উৎযাপন।
এক্সক্লুসিভ নিউজ,পটুয়াখালী: সম্প্রতি পটুয়াখালী দখিনের কবিয়াল কর্তৃক দিনব্যাপী নাইওর উৎসব-২০২৪ উৎযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার ডায়নামিক জেলা প্রশাসক জনাব নূর কুতুবূল আলম। এসময় আরও উপস্তিত ছিলেন নাইওর উৎসব -২০২৪ এর আহবায়ক ও সার্বিক পৃষ্ঠপোষক পটুয়াখালী পৌরসভার জনগণো নন্দিত মেয়র নান্দনিক পটুয়াখালীর রূপকার কর্মবীর জনাব মহিউদ্দিন আহম্মেদ এর সহধর্মিণী পৌরমাতা জনাবা মার্জিয়া আক্তার সুমা।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র জনাব মহিউদ্দিন আহম্মেদ ও দি পটুয়াখালী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক জনাব মোস্তাফিজুর রহমান বাপ্পি ও অন্যান্য পৃষ্ঠপোষকবৃন্দ।
” নাইওর উৎসব আমাদের মতো অন্যান্য জেলায় পালিত হলে আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখা সম্ভব হবে”
-নাইওর উৎসব উদযাপন কমিটির আহবায়ক মার্জিয়া আক্তার
গত ১৯ জুন,বুধবার সকাল ৮ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত প্রায় ৩০০ জন কন্যা সন্তানের মাতাকে নিয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সকালে বিভিন্ন ধরনের পিঠা পুলি ও দুপুরের খাবার সহ লাকিকুপন ড্রয়ের আয়োজনের মাধ্যমে আড়ম্বর পূর্ণভাবে পালিত হয় উৎসবটি।