দেশজুড়েলিড নিউজ

ভারী বর্ষণে পাহাড় ধস, সারা দেশের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

আলুটিলা সাপমারা এলাকায় পাহাড় ধস

খাগড়াছড়ির আলুটিলা সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। তাতে আটকা পড়েছে বহু যানবাহন। আজ শনিবার সকালে খাগড়াছড়ি-আলুটিলা সড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেন  এই তথ্য জানান। তিনি বলেন, ‘পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছেন। তবে এটা সরাতে সময় লাগবে।’

জাকের হোসেন আরও বলেন, ‘সকাল থেকে মাটি সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে জনবল কম থাকায় কাজ শেষ হতে সময় লাগবে।’

এদিকে খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘ভোরে মাটি ধসে যান চলাচলে বিঘ্ন হয়। সড়কে প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে আমাদের লোকজনও যোগ দিয়েছে। সড়ক যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।’

এমন আরও সংবাদ

Back to top button