রাজনীতি

লক্ষীপুরে ১০ হাজার দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিলেন এমপি দম্পতি

সেলিনা-শহীদ ফাউন্ডেশনেকরোনা ভাইরাস দুর্যোগে খাদ্য সংকট মোকবেলায় লক্ষ্মীপুরে ১০ হাজার নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষকে রমজানের উপহার হিসেবে খাদ্য সহায়তা  দেয়া হয়েছে। কাজী শহীদ ইসলাম ও সেলিনা ইসলাম এমপি দম্পতির সেবা সংস্থা সেলিনা-শহীদ ফাউন্ডেশন থেকে এসব দেয়া হয়। রায়পুর  এলএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  সেলিনা-শহীদ ফাউন্ডেশনের এসব সহায়তা সামগ্রী শনিবার হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের তদারকিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা রায়পুরের কর্মহীন মানুষদের ঘরে ঘরে এসব সহায়তা পৌছে দেবে বলে জানান,  সেলিনা-শহীদ ফাউন্ডেশনের কর্নধার সংসদ সদস্য সেলিনা ইসলাম সিআইপি। জেলার ৫০ হাজার দরিদ্র মানুষকে ক্রমান্বয়ে এই সহায়তা  দেয়া হবে বলেও জানান তিনি। বিজ্ঞপ্তি।

এমন আরও সংবাদ

Back to top button