এক্সক্লুসিভ নিউজজাতীয়

লক্ষ্মীপুরে ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সংরক্ষিত নারী সাংসদ সেলিনা ইসলাম সিআইপি

এক্সক্লুসিভ নিউজ ডেস্ক: করোনা দুর্যোগে পড়া লক্ষ্মীপুরের অতি দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার।  এরমধ্যে আছে শাড়ি, লুঙ্গি, শিশু পোশাক ও ঈদের খাবার।  লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও সংরক্ষিত  নারী সাংসদ সেলিনা ইসলাম সিআইপি তাদের সংসদীয় এলাকার বিভিন্ন গ্রামে এসব উপহার পাঠাচ্ছেন।  তালিকাভুক্ত মানুষের বাড়ি বাড়ি তা পৌছে দিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।  এজন্য স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে।  ‘মানবিক রাজনীতি’  স্লোগান নিয়ে ব্যতিক্রমী সহায়তা দিয়ে লক্ষ্মীপুরে নজির গড়েছেন এই সাংসদ দম্পতি।  তারা ব্যক্তিগত তহবিল ও তাদের সেলিনা-শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সংসদীয় আসনের ৫০ হাজার দরিদ্র মানুষকে খাদ্য ও ত্রাণ সহায়তা দেয়ার লক্ষ্য নিয়েছেন।  যারমধ্যে প্রায় ২৫ হাজার মানুষকে এ সহায়তা দেয়া হয়েছে।  বাকিদেরও পর্যায়ক্রমে এ সহায়তা দেয়া হবে।

সেলিনা ইসলাম এমপি বলেন, ‘দুঃসময়ে এলাকার মানুষের দায়িত্ব নিতে না পারলে আমি জনপ্রতিনিধি হলাম কিসের জন্য।’ শুধু লক্ষ্মীপুর নয় জন্মভূমি কুমিল্লার মেঘনা উপজেলার  কয়েক হাজার হতদরিদ্র এমনকি মধ্যবিত্ত মানুষের জন্য সহায়তা পাঠিয়েছেন তিনি।  সেখানেও তালিকাভুক্তদের বাড়ি বাড়ি ঈদ উপহার পৌছে দেয়া হয়েছে।  তার স্বামী সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলও লক্ষ্মীপুরে রায়পুরে মানবিক সেবা দিয়ে নন্দিত হয়েছেন।  এই এমপি দম্পতির মানবিক কর্মসূচি সারাদেশের জন্য দৃষ্টান্ত হতে পারে বলে জানায়, লক্ষ্মীপুর জেলা প্রশাসন।

এমন আরও সংবাদ

Back to top button