লক্ষ্মীপুরে ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
এক্সক্লুসিভ নিউজ ডেস্ক: করোনা দুর্যোগে পড়া লক্ষ্মীপুরের অতি দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার। এরমধ্যে আছে শাড়ি, লুঙ্গি, শিশু পোশাক ও ঈদের খাবার। লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও সংরক্ষিত নারী সাংসদ সেলিনা ইসলাম সিআইপি তাদের সংসদীয় এলাকার বিভিন্ন গ্রামে এসব উপহার পাঠাচ্ছেন। তালিকাভুক্ত মানুষের বাড়ি বাড়ি তা পৌছে দিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। এজন্য স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে। ‘মানবিক রাজনীতি’ স্লোগান নিয়ে ব্যতিক্রমী সহায়তা দিয়ে লক্ষ্মীপুরে নজির গড়েছেন এই সাংসদ দম্পতি। তারা ব্যক্তিগত তহবিল ও তাদের সেলিনা-শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সংসদীয় আসনের ৫০ হাজার দরিদ্র মানুষকে খাদ্য ও ত্রাণ সহায়তা দেয়ার লক্ষ্য নিয়েছেন। যারমধ্যে প্রায় ২৫ হাজার মানুষকে এ সহায়তা দেয়া হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে এ সহায়তা দেয়া হবে।