২৫ জুলাই পর্যন্ত চবি ক্যাম্পাস লকডাউন
আগামী ২৫ জুলাই (শনিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চলমান লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে।
ক্যাম্পাসে করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণের আশংকায় গত ৪ জুলাই থেকে ১৪ দিনের জন্য লকডাউন করা হয় এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। লকডাউন শেষ হওয়ার কথা ছিল আগামী ১৭ জুলাই।এরই মধ্যে গত শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার করোনা ভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। এছাড়াও কর্মকর্তা, কর্মচারী সহ ক্যাম্পাসের প্রায় ৩৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।