ঢাকা

রাজধানীতে রাতভর বৃষ্টিতে জলাবদ্ধতা

মোঃ আল-আমিন:  রাজধানী ঢাকায় রাতভর  মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রবিবার মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হলেও ভোর থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়।

সোমবার (২০ জুলাই) সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের সড়কে জলাবদ্ধতা দেখা যায়। তলিয়ে যায় অনেক সড়ক।

সরেজমিনে দেখা যায়, নগরীর পল্টন,ফকিরাপুল, গুলিস্তান, মতিঝিল, কারওয়ানবাজার, ফার্মগেট, মালিবাগ, রামপুরা, পুরান ঢাকা, মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, শান্তিনগর, বাড্ডা, মতিঝিল ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার সড়কে পানি উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে। ঢাকায় ১৯ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এমন আরও সংবাদ

Back to top button