এক্সক্লুসিভ নিউজ

কমছেই না কাঁচামরিচের ঝাঁজ, কেজি ৩০০

 লাগামহীন হয়ে পড়ছে কাঁচামরিচের দাম। গত চার মাসের বেশি সময় ধরে চড়া দামে বিক্রি হওয়া কাঁচামরিচের দাম নতুন করে আবারো বেড়েছে। বাজারে  নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ভালো মানের ২৫০ গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর আংশিক পচা বা লাল হয়ে যাওয়া ২৫০ গ্রাম মরিচের দাম ৬০ থেকে ৭০ টাকা। অর্থাৎ এক কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকা।

কাঁচামরিচের এই দাম শুনে হতাশ ক্রেতারা।  মেহেদী নামের এক ক্রেতা বলেন, আকাশ ছুঁয়েছে মরিচের দাম। গত সপ্তাহে ৪০ টাকায় ২৫০গ্রাম মরিচ কিনেছি। সপ্তাহ ঘুরতেই দাম বেড়ে এখন দ্বিগুণ। বাজারে সবকিছুর দামে আগুন। সরকারের উচিত বাজারে মনিটরিং বাড়ানো।

তবে ব্যবসায়ীরা বলছেন, বন্যায় কাঁচামরিচের উৎপাদন ব্যহত হয়েছে। যে কারণে জুলাই মাস থেকেই কাঁচামরিচের দাম চড়া। এখন বৃষ্টিতে গাছ মরে যাচ্ছে। এছাড়া আড়তে আসার আগেই ট্রাকে অনেক মরিচ পচে যাচ্ছে। এসব কারণে নতুন করে দাম আরো বেড়েছে।

শুধু মরিচ নয়, দীর্ঘদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। শিম, পাকা টমেটো, গাজর, বেগুন, বরবটি ও উস্তাসহ কয়েকটি সবজির কেজি ১০০ টাকার ওপরে। এছাড়া অন্যান্য সবজির কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকার কাছাকাছি।

এমন আরও সংবাদ

Back to top button