ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, মঙ্গলবার অধ্যাদেশ জারি
এক্সক্লুসিভ নিউজ: ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ এর সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অধ্যাদেশ জারির মাধ্যমে মঙ্গলবার থেকে এটি কার্যকর করা হবে।
সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কালই অধ্যাদেশ জারি করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভায় এ অনুমোদন দেয়া হয়। আইনটি সংশোধনের প্রস্তাব অনুমোদন হওয়ায় ধর্ষণে সর্বোচ্চ শাস্তির দাবি পূরণ হওয়ার পথে। মূলত আইনের ৯ এর ১ ধারায় পরিবর্তন আনা হচ্ছে।
উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের পরই দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেসব আন্দোলন থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যদণ্ডের দাবি ওঠে। এরই প্রেক্ষিতে গেল ৮ অক্টোবর আইনমন্ত্রী জানান, জনগণের দাবির মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়টি বিবেচনা করবে সরকার।