ঢাকা

স্ত্রীসহ করোনায় আক্রান্ত মেয়র আতিকুল

অনলাইন ডেস্ক:  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন। একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন মেয়রের সহকারী ব্যক্তিগত সচিব রিশাদ মোরশেদ।

সোমবার (১২ অক্টোবর) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রোববার মেয়র আতিকের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত তার ও তার স্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। একই সঙ্গে ডিএনসিসির আরও বেশ কয়েকজন কর্মকর্তারও করোনা পরীক্ষা করানো হয়। এতে রোববার রাতেই ফলাফলে আতিক ও তার স্ত্রীর করোনা পজেটিভ আসে। তবে তাদের মেয়ে বুশরা আফরিন সুস্থ আছেন বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে গত বুধবার (০৭ অক্টোবর) দুপুরে ডিএনসিসির উদ্যোগে চলমান খাল পরিষ্কার কার্যক্রম এবং বিভিন্ন খাল থেকে প্রাপ্ত মালামাল প্রদর্শনী’ পরিদর্শন সময় ব্যাপক জনসমাগম হয় সেখান থেকে তিনি সংক্রমিত হতে পারেন।

এমন আরও সংবাদ

Back to top button