অর্থনীতি

শ্রেষ্ঠ শ্রমিকবান্ধব পুরষ্কার পেল কমফিট কম্পোজিট নীট লিঃ

অর্থনৈতিক প্রতিবেদক: ৩য় বারের মতো এসএমএস এবং আরএমজি টাইমসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এসএমএস—আরএমজি টাইমস ওয়ার্কার্স ওয়েলবিইয়িং এ্যাওয়ার্ড ২০২০ (SMS RMG Times Workers Wellbeing AWARD 2020)। বাংলাদেশের তৈরী পোশাক শিল্প বা গার্মেন্টস কারখানা মধ্যে বহু তৈরি পোশাক কারখানা রয়েছে যারা শুধুমাত্র আইনকানুন মেনেই কর্মরত শ্রমিকদের বেতন—ভাতা দিচ্ছেন তেমনটা নয়, বরং এর বাইরেও তারা বিভিন্নভাবে শ্রমিকদের জীবনমান উন্নত করার জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন বা নানান সুযোগ—সুবিধা নিশ্চিত করার জন্য ব্যাতিক্রমী উদ্যেগ নিচ্ছেন। আর এই সমস্ত সুযোগ—সুবিধা, গুড প্র্যাকটিসগুলোকে খুঁজে বের করে পুরষ্কৃত করে বাংলাদেশের পোশাক কারখানার গল্প বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এসএমএস—আরএমজি টাইমস ওয়ার্কার্স ওয়েলবিইয়িং এ্যাওয়ার্ড ২০২০ এর আয়োজন করেছিল। এইসব শ্রমিকবান্ধব ভাল ভাল বিভিন্ন উদ্যেগের স্বীকৃতি স্বরুপ কমফিট কম্পোজীট নীট লিঃ কে দেওয়া হয়েছে শ্রেষ্ট শ্রমিকবান্ধব কারখানার পুরষ্কার। কমফিট কম্পোজিট নীট লিঃ এর পক্ষ থেকে পুরষ্কার গ্রহণ করেন কোম্পানীর সিওও প্রকৌশলী কাউসার আলী ও মহাব্যাবস্থাপক মোহাম্মদ ফারুক হোসেন। পুরষ্কার প্রাপ্তিতে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন বলেন, যে ভালো গুনের জন্য কমফিট কম্পোজিট নীট লিঃ কে পুরস্কৃত ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি তাদের এই ধারা অব্যাহত রেখে সামনে দিকে এগিয়ে যাবে। পুরষ্কারের মানদন্ডের জন্য একাধিক দিক বিচেনা করে সংগঠনটি।

এমন আরও সংবাদ

Back to top button