ভুল সংবাদ পরিবেশনের প্রেক্ষিতে প্রতিবাদলিপি
দৈনিক শুভদিন, অপরাধ বিচিত্রা, কালের কণ্ঠ
২৮ ডিসেম্বর ২০১৯ তারিখ এবং ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সামছুদ্দিন আহমেদ, পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে জড়িয়ে “আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিনের লাগামহীন দুর্নীতির ফসল” শিরোনামে আপনার পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্পের আওতায় আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ (কম্পোনেন্ট-এ) শীর্ষক প্রকল্পের জন্য জনাব আহমদ আরিফ রশীদ, উর্ধ্বতন যান্ত্রিক প্রকৌশলী-কে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দান করে প্রজ্ঞাপন জারি করে (কপি সংযুক্ত)। প্রকল্পের বিল পরিশোধসহ সকল বিষয়ে প্রকল্প পরিচালক ক্ষমতাবান। প্রকাশিত সংবাদের অভিযোগে যেসমস্ত কাজের বর্ণনা দেয়া হয়েছে তা জনাব আহমদ আরিফ রশীদ, উর্ধ্বতন যান্ত্রিক প্রকৌশলী সম্পাদন করেছেন এবং এ বিষয়ে তিনি ব্যাখ্যাও প্রদান করেছেন (কপি সংযুক্ত)। আলোচ্য কাজগুলোর সাথে আমি কোনভাবেই জড়িত ছিলাম না। স্টাফ রিপোর্টার কর্তৃক যাচাই-বাছাই না করে পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে জড়িয়ে যে সংবাদ আপনার পত্রিকায় প্রকাশিত হয়েছে, তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং অত্যন্ত দু:খজনক। আমার বিরুদ্ধে প্রকাশিত অন্যান্য সংবাদগুলোও মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
আমি সামছুদ্দিন আহমেদ, পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
সংযুক্ত: বর্ণনামতে।
(সামছুদ্দিন আহমেদ)
পরিচালক