জাতীয়

খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালেদা জিয়ার করোনার নমুনা পরীক্ষা হয় আইসিডিডিআর,বিতে।

খালেদা জিয়া কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন। তাই তিনি করোনা সংক্রমিত কিনা জানতে শনিবার বিকেলে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে আইসিডিডিআর,বিতে ওই নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে রোববার দুপুরে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

এদিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে একজন রোগীর করোনার চিকিৎসার জন্য করোনা ইউনিটে একটি কেবিন রাখতে বলা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, শনিবার বিকেল ৩টার দিকে একজন টেকনোলজিস্ট নমুনা সংগ্রহে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। তার আগে রাজধানীর একটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন খালেদার জিয়ার পরিবার ও তার চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্টরা। নমুনা নেওয়ার সময় খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুন সেখানে উপস্থিত ছিলেন। করোনা পরীক্ষার নমুনা নেওয়ার পাশাপাশি তার ডায়াবেটিস টেস্টের জন্যও নমুনা নেওয়া হয়।

উল্লেখ্য, খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে জামিনে রয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে যেতে হয়। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর গত বছর করোনা মহামারির কারণে পরিবারের আবেদনে তাকে ছয় মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা তিন দফায় বাড়ানো হয়েছে। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক বাদে অন্য কেউ দেখা করতে পারেন না।

এমন আরও সংবাদ

Back to top button