এক্সক্লুসিভ নিউজদেশজুড়েলিড নিউজ

বৃষ্টিতেও চলে মহাসড়ক সংস্কারের কাজ

বৃষ্টিতেও চলে মহাসড়ক সংস্কারের কাজপ্রতিনিধি, (হবিগঞ্জ) : সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় খানাখন্দের সৃষ্টি হয়।
এতে বিশেষ করে গাড়ি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। তাই সড়ক মেরামতের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে সড়কের সৃষ্ট গর্ত ভরাটের কাজ শুরু করে সওজ বিভাগ। কিন্তু বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে গর্তগুলোতে পানি জমে যায়। এরপরও সড়ক বিভাগ ভেজা রাস্তাতেই সংস্কার কাজ চালিয়ে যায়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান স্থানীয়রা।

উপজেলার নছরতপুর এলাকার বাসিন্দা কামরুল হাসান রাসেল বলেন, এভাবে বৃষ্টির মধ্যে কাজ করার ফলে দু-একদিনের মধ্যেই সড়কের সংস্কার করা গর্তগুলো আবারও আগের জায়গায় ফিরে আসবে। এতে করে সরকারের টাকা অপচয় হবে ঠিকই কিন্তু জনসাধারণ সুফল পাবে না।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রমজান আলী বলেন, মহাসড়কে যাতে কোনো গর্ত না থাকে সেদিকে সব সময় খেয়াল রাখি।

গত অর্থবছরে সংস্কার কাজের যে পাথর, বিটুমিন ছিল তা দিয়ে মহাসড়কে মেরামত করছি।

বৃষ্টিতে সংস্কার কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, বৃষ্টির মধ্যে কাজ করাটা ঠিক হয়নি। কিন্তু কাজ করার সময় বৃষ্টি হলে কিছু করার থাকে না। তবে বৃষ্টি থামলে কাজ করলে তার স্থায়িত্ব বেশি হতো।

এমন আরও সংবাদ

Back to top button