এক্সক্লুসিভ স্বাস্থ্য বুলেটিনস্বাস্থ্য

পরামর্শ ছাড়া কাশির সিরাপ খাওয়ালে কি বিপদ হতে পারে শিশুর?

শীতকালে কিছু কিছু রোগের প্রকোপ বেড়ে যায়। বিশেষ করে এই সময় জ্বর, সর্দি, কাশিতে বেশি আক্রান্ত হয় শিশুরা।

অনেক অভিভাবক আছেন যারা চিকিৎসকের পরামর্শ ছাড়াই শিশুদের কাশির সিরাপ খাওয়ান। সামান্য ভুলে ঘটে যেতে পারে বড় বিপদ।

বিশেষজ্ঞরা জানান, বিভিন্ন বয়সি শিশুদের কাশির সিরাপের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। শিশুর বয়স এবং ওজনের ওপর সিরাপের পরিমাণ ঠিক করতে হয়। এছাড়া কাশির সিরাপ একই উপাদানে তৈরি হলেও তীব্রতার মান ভিন্ন হয়।

কাশির সিরাপে তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া না থাকলেও কিছু কিছু কাফ সিরাপ শ্বাসকষ্ট, দৃষ্টিশক্তি লোপ, বমি বা মৃগীর মতো সমস্যা তৈরি করতে পারে।

এমন আরও সংবাদ

Back to top button