মাস্ক পরলেই লিপস্টিক উঠে যায়? জেনে নিন সমাধান
মাস্ক খুলতেই দেখা গেল লিপস্টিক আর ঠোঁটে নেই। কিছুটা লেগেছে মাস্কে। খানিকটা রং ছড়িয়ে গেছে ঠোঁটের চারপাশের অংশে। দেখতে তো বাজে লাগছেই, সঙ্গে সেই রং তোলা নিয়েও হয় বিড়ম্বনা। তবে কী করবেন? লিপস্টিক লাগানো তো ছেড়ে দেবেন না নিশ্চয়ই?
কয়েকটি সহজ টোটকা রয়েছে। মেনে চললে লিপস্টিক সারাদিন থাকবে নিজ স্থানে। রূপটান নিয়ে চিন্তায় থাকতে হবে না কাজের মাঝে।
কী করবেন? জেনে নিন—
১. প্রথমত নিয়মিত ঠোঁটের যত্ন নেওয়া খুব জরুরি। শীতকালে ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা বেশি দেখা দেয়। শুষ্ক চামড়া ঠোঁটে লেগে থাকে। তার ওপর দিয়ে লিপস্টিক লাগালে কিছুক্ষণেই চামড়ার সঙ্গে সেই রং উঠে যেতে পারে। তাই ঠোঁট যাতে না ফাটে, তা দেখতে হবে। ঠোঁট মসৃণ রাখতে রোজ রাতে ঘুমানোর আগে মুখ ধুয়ে ঠোঁটে ক্রিম লাগান। মাঝেমাঝে গোসলের আগে ঠোঁটে মধু লাগাতে পারেন।
২. লিপ লাইনার ব্যবহার করুন। ঠোঁটে ব্যবহার করার ওই রঙিন পেন্সিলগুলোতে মোমজাতীয় পদার্থ সাধারণ লিপস্টিকের তুলনায় খানিকটা বেশি থাকে। সেই পেন্সিল দিয়ে ঠোঁট আঁকা থাকলে বাকি রং অতটা সহজে ছড়িয়ে পড়তে পারে না।
৩. লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে দিন হাল্কা ফাউন্ডেশন। তাতে লিপস্টিক ত্বকের ওপর ভালোভাবে বসে।
৪. লিপস্টিক লাগানোর পর হাল্কা করে ফেস পাউডারের পাফটি বুলিয়ে নিতে পারেন ঠোঁটের ওপর। তাতে লিপস্টিকের তৈলাক্ত ভাব কমে। ঝট করে মাস্কে আর রং লেগে যাবে না। সূত্র : আনন্দবাজার