আন্তর্জাতিকলিড নিউজ

তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি ৩৭ হাজার ছাড়াল

সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। গত ৬ ফেব্রুয়ারির এ দুর্যোগে সিরিয়ায় ৫ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আর তুরস্কে এ সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। খবর বিবিসি।

দুই দেশেরই উদ্ধারকারী দলগুলো এখন বিস্তীর্ণ এলাকায় উদ্ধার কাজ গুটিয়ে আনছে। কারণ জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,এ ভূমিকম্প ৩৭ হাজার ৩৫৭টি মৃত্যু নিয়ে চলতি শতাব্দীর ষষ্ঠ প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ হয়ে উঠছে। এর আগে আছে ২০০৫ সালে পাকিস্তানে ভূমিকম্প ৭৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

এমন আরও সংবাদ

Back to top button